গ্লোবাল ফাইন আর্টস ইন্সটিটিউট একটি বেসরকারি প্রফেশনাল কলেজ । এটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় । ২০১৮ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিভুক্তি লাভ করে। ২০১৮ সালের জানুয়ারি থেকে এটি অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত পাঠদান করে আসছে। । এ কলেজটি রাজশাহী সিটি কর্পোরেশনের তালাইমারী হতে অবস্থিত । শহরের দক্ষিন পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর ধারে চমৎকার মনোরম জায়গায় এর অবস্থান যা তালাইমারী মোড় ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মাত্র ২০০ মিটার পশ্চিমে । এর প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো বাংলাদেশে বিশেষ করে রাজশাহী বিভাগের স্নাতক পাশ শিক্ষার্থীদের জন্য চারু ও কারুকলা শিক্ষার প্রসার ঘটানো । পাশাপাশি শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটানো। এখানে অল্প খরচে পড়াশোনার দারুণ সুযোগ রয়েছে। যদিও রাজশাহী শহরে কয়েকটি চারুকলা ইনস্টিটিউট রয়েছে, তবে প্রত্যেক শিক্ষার্থীর মনের মধ্যে ভালো মানের প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন লালন করে। সেদিক থেকে আমরা মান সম্পন্ন শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। চারুকলা শিক্ষা জীবন ও জীবিকার অন্যতম মাধ্যম ! আমরা নতুন প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহিত করি। এ জন্য আমাদের রয়েছে দক্ষ ও তরুন শিক্ষকমন্ডলী, দক্ষ স্টাফ, একটি চমৎকার ক্যাম্পাস, আধুনিক সমৃদ্ধ লাইব্রেরী ও ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং অন্যান্য সুবিধাদি।
Sl. No | Notice | Publish Date | File |
---|---|---|---|
1 | এডভান্সড সার্টিফিকেট কোর্স প্রবিধান - ২০২১ (পরিমার্জিত) | 28 Mar, 2024 |
|