Announcement:

Language:  

Message From Chairman

হযরত শাহমখদুম (রঃ) এর পূণ্যভূমি শিক্ষা নগরী রাজশাহীতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় গ্লোবাল ফাইন আর্টস ইন্সটিটিউট। অনেক সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত এ প্রফেশনাল কলেজটি হাঁটি হাঁটি পা পা করে আজ অন্যতম স্থানে অবস্থান করছে। এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, বৃহত্তর উত্তরবঙ্গের গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মাঝে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার বিস্তার ঘটানো। কেননা দেশের সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারি গ্রন্থাগারিকের অসংখ্য পদ খালি থাকলেও এ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পড়ার সুযোগের স্বল্পতার কারণে তা পূরণ করা সম্ভব হয়না। এটি মাথায় রেখে গ্লোবাল ফাইন আর্টস ইন্সটিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন সুশৃংখল ও নিয়মতান্ত্রিক ভাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে পাঠদানের মাধ্যমে দক্ষ পেশাজীবী তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে এখান থেকে মান সম্পন্ন শিক্ষা নিয়ে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গ্রন্থাগার ও তথ্য সেবা প্রদানে একজন কর্মী হিসাবে নিজেকে যুক্ত করতে পারছে।
এ প্রতিষ্ঠানের লক্ষ্য হল মান সম্পন্ন ও দক্ষ গ্রন্থাগার কর্মী তৈরি করা। এ জন্য আমরা শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলায় কঠোর পরিশ্রম করছি। ইতিমধ্যে ক্লাস রুমে শীতাতপ যন্ত্র সহ মাল্টিমিডিয়া ইনস্ট্রুমেন্টের ব্যবহার, লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বইয়ের সংযোজন, পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার সমৃদ্ধ ল্যাব শিক্ষার্থীদের বাস্তব শিক্ষা গ্রহণে ও অনুশীলনে অনেক সহায়ক ভুমিকা রাখছে। পাশাপাশি এখানে বিভিন্ন কো-কারিকুলাম কার্যক্রমও পরিচালনা করা হয়। আমরা এখানে শিক্ষার্থীদের এমনভাবে তৈরী করি যেন সে শিক্ষা গ্রহণ শেষে তার কর্মস্থলে নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারে। এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের সহযোগিতায় এর বিস্তৃতি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকুক। এ প্রত্যাশা আমাদের সকলের।